শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Sonali barman the daughter of a migratory labour topped in state bhawaiya gaan competition

রাজ্য | রাজ্য ভাওয়াইয়া সংঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম দিনহাটার সোনালী, পরিযায়ী শ্রমিকের মেয়ের জন্য গর্বিত এলাকাবাসী

AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করল দিনহাটার সোনালী বর্মন। সোনালির বাড়ি দিনহাটা-১ ব্লকের গোসানিমারীর ভিতরকামতা গ্রামে। প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জেরেই সোনালী এই সাফল্য ছিনিয়ে এনেছে।

জানা গিয়েছে, সোনালীর বাবা-মা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালী গোসানিমারীর ভিতরকামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছে। বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেয়। পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায়। সোনালীর এই সফলতার পিছনে ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান আছে বলে জানা যায়। এই ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় সোনালীর জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত। 

অন্যদিকে, সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত। তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। এবিষয়ে সোনালী বর্মন জানায়, 'ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভাওয়াইয়া গানে একদিন সাফল্য লাভ করব। তারপর এবারের রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করি। সেখানে আমি দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করি। আমার এই জায়গায় পৌঁছতে বহু পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমের পিছনে আমার দাদু ভবেন বর্মন, ভাই শুভজিৎ বর্মন, লোকমান মিঁয়া, সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায় এবং ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান রয়েছে। আমি আগামী দিনে যাতে বড় বড় জায়গায় গান গাইতে পারি, সেই চেষ্টায় করছি'। 

এদিন এবিষয়ে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'এই ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে চটকা ও দরিয়া দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটার সোনালী বর্মন। এবারের ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে এসেছে।”

উল্লেখ্য, গত চারদিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ,পার্থপ্রতিম রায়, সৌরভ চক্রবর্তী, বংশীবদন বর্মন, খোকন মিঁয়া, পরিমল বর্মন, আজিজুল হক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।


BhawaiyaSongCultureDinhata

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া